ময়মনসিংহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফাতেমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তিনি মারা যান।

ফাতেমা কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের নাজমুল হকের স্ত্রী। গত ৩ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ নং ওর্য়াডে ভর্তি হন। ৭ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফাতেমার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেঙ্গু রোগে আক্রান্ত ফাতেমার শ্বাসকষ্ট ও হার্টের সমস্যাও ছিল। এসব জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।’

তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাত জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য এবছরে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

Share this post

scroll to top