ময়মনসিংহে ডিজেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

ডিজেল-কেরোসিন ও এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনের নেতারা।

এ সময় তারা নিত্য প্রয়োজনীয়পণ্যের দাম কমানোরও দাবি জানান। সোমবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন করেন জেলা বাম গনতান্ত্রিক জোট।

এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। এতে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়ছে। সেইসঙ্গে সম্প্রতি ডিজেল-কেরোসিন ও এলপি এলপি গ্যাসের মূল্য যে হারে বেড়েছে তা মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে এসব জ্বালানি পণ্যের বর্ধিত মূল্য কমানো হোক।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাম গনতান্ত্রিক জোট জেলা শাখার সভাপতি বীরেন্দ্র বর্মণ।

এ সময় সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক আজাহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বাসদের সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, বাসদ জেলা শাখার ইনচার্জ ইমাম হোসেন খোকন, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি অ্যাড. অমিত হাসান দিপু ও বাম নেতা শেখ বাহার মজুমদার।

Share this post

scroll to top