ময়মনসিংহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই ট্রাকের চাপায় সোহাগ মিয়া (৩০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন চালকসহ ঘাতক ট্রাকটি আটক করে। খরব পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত সোহাগ মিয়া উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের আছর আলীর ছেলে। তিনি স্থানীয় মুখী বাজারে স্টিলের ট্রাংক-স্যুটকেস তৈরির ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সোহাগ মিয়া মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলা বাজারে এক পাওনাদারের কাছ থেকে টাকা আনতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আসার সময় উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া কাটাখালসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে বালুবোঝাই ট্রাক সোহাগ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও নিহতের সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন চালকসহ বালুবোঝাই ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। মুহূর্তে তরতাজা একটি প্রাণ নিভে গেল। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খবর পেয়ে এসআই আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top