ময়মনসিংহে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালেই ৩ জনের মৃত্যু

Corona-Mymensingh-Updateময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসকে হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এদের তিনজনের এই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এসকে হাসপাতলে আইসিইউ ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া গাজীপুর জেলার মাওনা থেকে আসা রাজিব মিয়া (৪৫) বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় মারা যান। এর আগে দুপুর ১টার দিকে এসকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আরাফাত (১৬) মারা গেছেন। একই দিন বিকাল ৪টার সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মেডিসিন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি থাকা এক মহিলা মারা গেছেন। নিহত তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতদেহগুলো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Share this post

scroll to top