ময়মনসিংহে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার : ওজনে কারচুপি, ত্রুরুটিযুক্ত পরিমাপক যন্ত্র ব্যবহার, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করা কারণে ময়মনসিংহে ২টি দোকানে ১৩,০০০ হাজার  টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি বাজারে ওজনে কারচুপি, ত্রুটিযুক্ত পরিমাপক যন্ত্র ব্যবহার, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করা কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি দোকানকে জরিমানা করা হয়।

উল্লেখ্য, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে ময়মনসিংহ জেলা প্রশাসন প্রতিনিয়ত তৎপর।

Share this post

scroll to top