ময়মনসিংহে ছাদখোলা পিকআপে ফুটবল কন্যাদের সংবর্ধনা

এবার ছাদখোলা পিকআপ ভ্যানে করে সাফ চ্যাম্পিয়ান জয়ী ৮ ফুটবল কন্যাকে ময়মনসিংহে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট ফুলটবকন্যাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি, রেঞ্জ ডিআইজি দেবাদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুটবল কন্যাদের প্রত্যেককে ক্রেস্ট, গৃহায়ন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকা, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকা এবং প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করা হয়।

এর আগে ফুটবল কন্যারা সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ এসে পৌছলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। পরে ছাদখোলা পিকআপে করে শোভাযাত্রাসহ ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নগরবাসি তাদেরকে অভিবাদন জানায়। এদিকে বিকেলে শিল্পাচার্য জয়নুল আবদীন পার্কের বৈশাখী মঞ্চে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়শনের উদ্যোগে ফুটবলকন্যা সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়রকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this post

scroll to top