ময়মনসিংহে চালকদের ৫০ কেজি ওজনের চালের বস্তা বিতরন

mymensingh (driver) relief pic-2করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ময়মনসিংহে ৩শ পরিবহন শ্রমিকদের মাঝে ৫০ কেজি ওজনের মিনিকেট চালের বস্তা বিতরন করা হয়েছে।

রবিবার সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে নগরীর শম্ভূগঞ্জ পরিবহন শাখা কমিটির উদ্যোগে কার্যালয়ের সামনে অস্বচ্ছল পরিবহন শ্রমিকদের মাঝে চালের বস্তা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আনিসুর রহমান উজ্জল,সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, করোনাভাইরাসের কারনে অস্বচ্ছল হয়ে পড়া পরিবহন চালকদের মাঝে নিজস্ব ফান্ডের টাকা দিয়ে চালের বস্তা কিনে বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে তাদের।

আবুল হোসেন ও কামাল উদ্দিন নামে দুই অস্বচ্ছল ট্রাক চালক বলেন, করোনার কারনে প্রায় দুইমাস ধরে তাদের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন। এমন সময়ে পরিবহন নেতাদের সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত তারা।

mymensingh (driver) relief pic-3

Share this post

scroll to top