ময়মনসিংহে চাচার বল্লমের আঘাতে ভাতিজি নিহত

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচার বল্লমের আঘাতে ভাতিজি হাসিনা বেগম (৪৫) নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

রোববার দুপুর একটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ চররঘুরামপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পৈত্তিক সূত্রে পাওয়া হাসিনা বেগমের এক খন্ড জমি নিয়ে চাচা মইদর আলী সরকারের সাথে বিরোধ চলছিল। রোববার ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে মইদর আলী তার ছেলেদের নিয়ে দেশিয় অস্ত্রসহ হাসিনা বেগম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় মইদর আলীর হাতে থাকা বল্লমের আঘাতে হাসিনা বেগমসহ পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা বেগমকে মৃত ঘোষণা করেন। হাসিনা বেগমের স্বামী আব্দুল মালেক, ছেলে কাউসার আহমেদ এবং তার দুই বোন হুসনে আরা ও মনোয়ারা বেগমকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। হাসিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Share this post

scroll to top