ময়মনসিংহে করোনা রোগীদের জন্য হাসপাতালের ৪২৯ বেড খালি

এসকে হাসপাতাল sk Hospitalময়মনসিংহে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের অধিকাংশ বেডে রোগী নেই। বেড ফাঁকা থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজন রোগীদের হাসপাতালের এসব বেডে জায়গা হচ্ছে না।

অনুসন্ধানে জানাযায়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সসহ সকলেই নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। একই সঙ্গে তারা হাসপাতালে ভর্তি হতে নিরুৎসাহিত করেন। তীব্র শ্বাসকষ্ট না থাকলে হাসপাতালে ভর্তি না করিয়ে বরং বাসায় থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে বিদায় দেন তারা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮টি বিভাগে ১৪ হাজার ৭৫০টি সাধারণ বেড ও ৩৭৪টি আইসিইউসহ সর্বমোট ১৫ হাজার ১২৪টি করোনা চিকিৎসার বেড রয়েছে। সাধারণ বেডের মধ্যে ময়মনসিংহে ৪৮০টি ও আইসিইউ বেড রয়েছে ৩৮টি। এই মোট ৫১৮টি বেডের মধ্যে বর্তমানে হাসপাতালের সাধারণ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৮৯জন রোগী। বাকি ৪২৯টি বেডই এখন খালি রয়েছে। তার মধ্যে আইসিইউ বেডে কোন রোগীই নাই।

Share this post

scroll to top