ময়মনসিংহে করোনায় নতুন শনাক্ত ৭৪

Mymensingh-corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ৭৫২ নমুনা পরীক্ষায় ৭৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ২৪ জন, নেত্রকোনা জেলায় ১০ জন, শেরপুর জেলায় ১৮ জন এবং জামালপুর জেলায় ২২ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সদরের ১৬ জন, ত্রিশালে ৪ জন, ভালুকায়৩ জন ও নান্দাইলে ১ জন।

নেত্রকোনা জেলার ১০জনের মধ্যে জেলার সদরে ১ জন, পূর্বধলায় ৪ জন, বারহাট্টায় ৩ জন, কেন্দুয়ায় ১ জন ও খালিয়াজুড়ির ১ জন । জামালপুরে ২২ জনের মধ্যে জেলার সদরে ৬ জন, ইসলামপুরে ৭ জন, সরিষাবাড়িতে ৬ জন ও মেলান্দহে ৩ জন। শেরপুরে ১৮ জনের মধ্যে জেলায় সদরে ৭ জন, নালিতাবাড়িতে ৬ জন, নকলায় ২ জন, ঝিনাইগাতিতে ২ জন ও শ্রীবর্দিতে ১ জন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত হলো ১ হাজার ৭২৬ জন। তারমধ্যে ময়মনসিংহ জেলায় ৮৫৩ জন, জামালপুর জেলায় ৩৮৮ জন, নেত্রকোনা জেলায় ৩২৫ জন এবং শেরপুর জেলায় ১৬০ জন। বিভাগে মোট মারা গেছেন ১৮ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।

Share this post

scroll to top