ময়মনসিংহে করোনায় নতুন আক্রান্ত ৫৭জন

corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ৬ শিফটে ৫৬৪ নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৩ জন, জামালপুর জেলায় ১৮ জন এবং শেরপুর জেলায় ৬ জন।

ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেলের এক স্বাস্থ্যকর্মীসহ সদরের ২৯ জন, ভালুকা-৩ জন ও নান্দাইল-১ জনসহ জেলায় ৩৩ জন।

জামালপুর জেলায় ১৮ জনের মধ্যে সদর-৬ জন, ইসলামপুর-৬ জন, সরিষাবাড়ি-২ জন, দেওয়ানগঞ্জ-২ জন ও মাদারগঞ্জ-২ জন রয়েছে।

শেরপুর জেলায় ৬ জনের মধ্যে সদর-২ জন ও নালিতাবাড়ি-৪ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৩১৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৬১১ জন, জামালপুর জেলায় ৩২৮ জন, নেত্রকোনা জেলায় ২৫৯ জন এবং শেরপুর জেলায় ১১৮ জন।

আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৪৭৮ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন ও শেরপুর জেলায় একজন।

Share this post

scroll to top