ময়মনসিংহে করোনায় নতুন আক্রান্ত ২১

Corona-Mymensingh-Update

ময়মনসিংহ বিভাগে শনিবার (৯ মে) আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৯ মে) তিন শিফটে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ২১ জনের নমুনায় করোনা পজিটিভ রেজাল্ট আসে।

এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই জন স্বাস্থ্যকর্মী, গফরগাঁওয়ের ছয় জন এবং হালুয়াঘাটের একজন রয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন একেএম মসিউল আলম জানান, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২১৩ জন, জামালপুরে ১০৮ জন, নেত্রকোনায় ৭৪ এবং শেরপুর জেলায় ৪২ জন করোনা আক্রন্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

Share this post

scroll to top