ময়মনসিংহে করোনায় নতুন আক্রান্ত ১৭৩ জন

corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১০৭৭টি নমুনা পরীক্ষার মধ্যে ১৮৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এদিকে শনাক্ত হওয়া বাকি ১৮৬জনই হলেন ময়মনসিংহ বিভাগের। যাদের মধ্যে ১১জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকি ৩জন সুনামগঞ্জ জেলার। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১২১ জন, নেত্রকোনা জেলার ৫৫জন ও জামালপুর জেলার ৮জন রয়েছেন। এদিকে শেরপুর জেলার কোন নমুনা পরীক্ষা না হওয়ায় শেরপুরে রবিবার এজলায় সরকারি হিসেবে কোন নতুন শনাক্ত নেই। ময়মনসিংহ জেলার আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৬৫জন, মুক্তাগাছার ২২জন, হালুয়াঘাটের ২০ জন, তারাকান্দার ০৫ জন, ভালুকার ০৪ জন, ফুলবাড়ীয়ার ০২ জন, ঈশ্বরঞ্জের ০২জন, ধোবাউড়ার ০১ জন। এদিকে পূর্বে শনাক্ত হওয়াদের মধ্যে ফলোআপ পরীক্ষায় আরো ১১জনের কোভিড-১৯ শনাক্ত হয়। ফলোআপে আবারও শনাক্ত হয়েছেন ময়মনসিংহ সদরের ০৯জন, মুক্তগাছার ০১জন ও হালুয়াঘাটের ১জন।

অপরদিকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯১ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জামালপুর সদরের ০১জন, ইসলামপুরের ২জন, সরিষাবাড়ীর ১জন ও বকশীগঞ্জের ০৪জন।

Share this post

scroll to top