ময়মনসিংহে করোনায় আরো দু’জনের মৃত্যু : একদিনে সবোর্চ্চ শনাক্ত ১২১ জন

corona-updateময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ময়মনসিংহের নান্দাইলে এক ওয়াসা কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের।

তিনি আরো জানান, ওই ব্যক্তি খারুয়া ইউপির মহেশকুড়া গ্রামের বাসিন্দা। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত দশ দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ হলে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আটটার দিকে তিনি মারা যান। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, গতরাতে মহনগরীর নওমহল এলাকার স্বপন কুমার দে এবং সকালে মুক্তাগাছা উপজেলা সদরের প্রতাপ কর (৭০) ময়মনসিংহ মেডিক্যালের ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৩ জুন তাকে এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তির ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ময়মনসিংহে একদিনে সবোর্চ্চ সংখ্যক ১২১ জনের করোনা পজেটিভ হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭৭ জনে। গত ২৪ ঘন্টায় মহানগর ও সদরে ৬৫ জন, মুক্তাগাছায় ২২ জন, হালুয়াঘাটে ২০ জন, ভালুকায় চারজন, ফুলপুর ও তারাকান্দায় পাঁচজন, ফুলবাড়িয়ায় দু’জন, ঈশ্বরগঞ্জে দু’জন, ও ধোবাউড়ায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭১০ জন। #

Share this post

scroll to top