ময়মনসিংহে করোনায় আরোও ১১০জন আক্রান্ত

Corona-Mymensingh-Updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার ৬৫৮টি নমুনা পরীক্ষায় বিভাগের ১১০জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৭২ জনের মধ্যে ময়মনসিংহ সদরের ২৬জন(২জন ফলোআপ), মুক্তাগাছার ২৭জন (১জন পলোআপ), ভালুকার ১৫জন (২জন ফলোআপ),  ত্রিশারের ০৩জন, গৌরীপুরের ০২জন,  ফুলপুরের ০১জন, তারাকান্দার ০১জন, হালুয়াঘাটের ০১জন, নান্দাইলের ০১জন রয়েছেন।

এছাড়া নেত্রকোনার নতুন শনাক্ত ৩জনের মধ্যে দুর্গাপুর উপজেলারই তিনজন। তাদের মধ্যে মধ্য বাজারের ১জন, মধ্যম বাগানের ১জন, পশ্চিম বিলাশপুরের ১জন। এছাড়ও রি-টেষ্ট পজেটিভ এসেছে ১ জনের।

এদিকে জামালপুরের নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সদরের ১৬জন, ইসলামপুরের ৩জন, মাদারগঞ্জের ২জন, বকশীগঞ্জের ১জন, সরিষাবাড়ীর ১জন রয়েছেন।

শেরপুর জেলায় নতুন ৭ জনের মধ্যে নকলার ০১ জন, সদরের ০৪ জন, নালিতাবাড়ীর ০১জন ও ঝিনাইগাতীর ০১ জন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,৫৮৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,৪৭১জন, জামালপুর জেলায় ৪৯০ জন, নেত্রকোনা জেলায় ৩৮৬ জন এবং শেরপুর জেলায় ২২৫ জন।

Share this post

scroll to top