ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

Corona-Mymensingh-Update--trishal-Mehedi-Hasan-ronyময়মনসিংহের ত্রিশালে করোনার উপসর্গ নিয়ে এক কিশোর মারা যাওয়ার পর তার শরীরের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামে। নিহত মেহেদি হাসান রনি (১৫) সরদার বাড়ীর বাবুলের ছেলে

ত্রিশাল উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে নিজ বাড়ীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর ত্রিশাল স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে তার দেহে করোনা শনাক্ত হয়। রনি গাজীপুরের জৈনা বাজার এলাকায় ব্যবসা করতো। সে এক সপ্তাহ আগে নিজ বাড়িতে আসে। এদিকে বিকাল থেকে ত্রিশালের ওই সাকুয়া এলাকা লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার করোনা আক্রান্ত ১১৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৬ জন, নেত্রকোনা জেলায় ২৯ জন, জামালপুর জেলায় ২৮ জন এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে। এছাড়াও ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত মারা গেছে দুইজন। এছাড়া শেরপুর জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

Share this post

scroll to top