ময়মনসিংহে করোনার মধ্যেও সেবা দিয়ে যাচ্ছে বিএনএসবি চক্ষু হাসপাতাল

বিএনএসবি চক্ষু হাসপাতালকরোনা সংকটেও চিকিৎসা সেবা কার্যক্রম চালু রেখেছেন ময়মনসিংহের স্বনামধন্য আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। বর্তমানে যেখানে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানই আতঙ্ক, ভয় অথবা অন্য কোনো কারণে বন্ধ অথবা সেবা সংকুচিত করেছে সেখানে এ হাসাপাতালটি সকল সেবাই চালু রেখেছে।

ময়মনসিংহ শহরের ধোপাখলায় অবস্থিত এ হাসপাতালটির প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. কে. জামান। তার আদর্শ ও মেধা-মননে মানবসেবার লক্ষ্যে এগিয়ে যাওয়া প্রতিষ্ঠানটি এ অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের চক্ষু চিকিৎসায় প্রধান ভরসাস্থল।

হাসপাতাল সূত্র জানায়, আগে প্রতিদিন এখানে সাড়ে ৬০০ থেকে ৭০০ রোগি আসতো। এখন সে সংখ্যা কমে গেছে। বর্তমানে গড়ে ১২০ জনের মতো রোগি আসে। রোগিরদের চক্ষু পরীক্ষা নিরীক্ষাসহ সকল কাজই হয়ে থাকে। হয়ে থাকে জরুরি অপারেশনও। তবে সাধারণ অপরারেশনগুলো এখন বন্ধ আছে।

কর্তৃপক্ষ জানান রোগীদের সামাজিক দূরত্ব ও চিকিৎসক-নার্সদের ঝুঁকি এড়াতে পিপিই’র ব্যবহার প্রতিষ্ঠানে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে সকল রোগীরা সামাজিক দূরত্ব বজায় রেখেই সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত এ হাসপাতালর কোনো চিকিৎসক বা স্টাফ করোনায় আক্রান্ত হননি।

প্রতিষ্ঠানটিতে বর্তমান দায়িত্বরত সমন্বয়কারী শরীফুজ্জামান পরাগ বলেন, রোগীদের সবাই আশেপাশের উপজেলা বা এ মহানগরীর। করোনার কারণে জেলা লকডাউনের পর থেকে দূরের রোগী আসতে কিছুটা সমস্যায় হচ্ছে। বলতে গেলে দূর থেকে কোনো রোগী আসতেই পারছে না। তাই রোগীর সংখ্যাও কমেছে। তবে আমাদের সেবা চলছে আগের মতোই। কারণ আমরা মনে করি, পীড়িতদের সেবা দেওয়াই মুখ্য। তাই আমরা এই সময়েও এ অঞ্চলের মানুষের দৃষ্টি সেবা দিয়ে যাচ্ছি।

Share this post

scroll to top