ময়মনসিংহে এসএসসির ২য় দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩৬৫, বহিষ্কার ৩

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ৩শ ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা ২য় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজকের পরীক্ষায় ১ লাখ ৩ হাজার ২শ ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩শ ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোট ১শ ৩১টি কেন্দ্রে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামছুল ইসলাম জানান, আজ বাংলা ২য় পত্র পরীক্ষায় ময়মনসিংহ জেলায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ১শ ৮৩ জন, বহিষ্কার ১ জন। শেরপুর জেলায় অনুপস্থিত ৫৩ জন, জামালপুর জেলায় অনুপস্থিত ৯২ জন এবং বহিষ্কার হয়েছে ২ জন। নেত্রকোনায় জেলায় অনুপস্থিত ছিল ৩৭ জন। এছাড়া  পরীক্ষা সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share this post

scroll to top