ময়মনসিংহে এক মাসেও ডেঙ্গু জ্বর ভালো করতে পারলো না ডাক্তাররা: অবশেষে মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহের ত্রিশালে হাফিজুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত হাফিজুল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
মৃত হাফিজুল ইসলামের পিতা বলেন, তার ছেলে প্রায় দেড় মাস ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকদিন ভর্তিও ছিল। ঈদের আগে হাফিজুলের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাড়ি নিয়ে আসা হয়। হঠাৎ করে গত রাতে তার অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে ভর্তি না করে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে ভালুকায় রাত পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, হাফিজুল ইসলাম জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিল।

Share this post

scroll to top