ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু

 

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।

এ ছাড়া করোনা ইউনিটে বর্তমানে ৪১১ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

Share this post

scroll to top