ময়মনসিংহে ঈদের সকল জামাত মসজিদে হবে

ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক থেকে ঈদের নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়ানোর সময় এক কাতার ফাঁকা রেখে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা করেন সবাই তা মেনে নামাজ আদায় করবেন।

তিনি আরো বলেন, ময়মনসিংহ শহরে আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে; আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টা ও ৮টায় এবং বড় মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় নামাজ অনুষ্ঠিত হবে।

সাধারণ মানুষকে সচেতন করার জন্য ঈদের দিন মাঠে প্রশাসনের লোকজন কাজ করবেন। সবাইকে জায়নামাজ নিয়ে মসজিদে আসার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

ময়মনসিংহ জেলায় ১০ হাজার ৮৪৪টি মসজিদ রয়েছে, যেগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top