ময়মনসিংহে আশা’র প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসুচীর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের অধিনে ৯ হাজার ১৪৬ টি স্কুলে আড়াই লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করছে বলে জানিয়েছেন আশা’র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হক।

বুধবার সকালে ময়মনসিংহ নগরীর একটি লার্রিং সেন্টারে প্রকল্পের ১৩ টি শাখার ৫৫ জন সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ময়মনসিংহের ৮৩ টি শাখায় ঋণ কার্যক্রমের পাশাপাশি স্যানিটেশন কার্যক্রম, রেমিটেন্স ও ডিজিটাল সুবিধার জন্য কম্পিউটারাইজড ব্যবস্থা চালু এবং পাবলিক বিশ্বিবিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের উপকারভোগিদের প্রতিমাসে তিন হাজার টাকা করে উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান, হালুয়াঘাটে স্বল্পমূল্যে ওষুধ বিতরণসহ শাখা সমূহে ১৪ লাখ ৪৩ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করছে।

এসময় আশা’র জুনিয়র সহকারি পরিচালক জাহিদ হোসেন খান, শিক্ষা ব্যবস্থাপক সামিউল হক, বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল জলিল ও সিনিয়র জেলা ব্যবস্থাপক এ কে এম আজাদ উপস্থিত ছিলেন। ##

Share this post

scroll to top