ময়মনসিংহে আল্ট্রাসনোগ্রাম করতে এসে তিন সন্তানের জন্ম

বার্থময়মনসিংহের গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করতে এসে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়েশিশু। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অবস্থিত নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চর হাজীপুর গ্রামের জসিম উদ্দিনের প্রায় ৮ মাসের (৩৩ সপ্তাহ) অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুলকে আল্ট্রাসনোগ্রাম করতে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হঠাৎ অন্তঃসত্ত্বা জান্নাতের প্রসবব্যথা শুরু হয়। পরে ডায়াগনস্টিক সেন্টারের ভেতর নর্মাল ডেলিভারিতে ফুটফুটে দুটি ছেলে ও একটি কন্যাশিশুর জন্ম হয়। মা ও তিন সন্তান সুস্থ রয়েছে।

নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত ডা. তানভীর আহমেদ বলেন, নর্মাল ডেলিভারিতে তিনটি শিশুর জন্ম হয়েছে। মা ও শিশুরা সবাই সুস্থ আছে।

Share this post

scroll to top