ময়মনসিংহে আরো নতুন ৬৫ জনের করোনা পজেটিভ

Corona-Mymensingh-Updateময়মনসিংহ পিসিআর ল্যাব ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ৭৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ ময়মনসিংহ জেলায় ৩৬ জন (ফলোআপ ৪ জনবাদে)। জামালপুর জেলায় ১৪ জন, নেত্রকোনা জেলায় ৮ জন ও শেরপুর জেলায় ৭ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগের বাইরের গাজীপুর জেলার ৫ জন রয়েছেন।

ময়মনসিংহ জেলায় নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরেরর ১৩ জন, ভালুকার ৫ জন, তারাকান্দার ৪ জন, ধোবাঊড়ার ৬ জন, মুক্তাগাছার ২ জন, গফরগাঁওয়ের ২ জন, ফুলবাড়িয়ার ১ জন ও নান্দাইলের ১ জন।

জামালপুর জেলায় ১৪ জনের মধ্যে সদরের ১জন, ইসলামপুরের ১জন, সরিষাবাড়ীর ৭জন, বকশীগঞ্জের ১জন, মেলান্দহের ১জন, মাদারগঞ্জের ১জন ও দেওয়ানগঞ্জের ২জন।

নেত্রকোনা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে মদন উপজেলার ৪জনের মধ্যে মদন বাজারের ১জন, হাসপাতালের ষ্টাফ ১জন, এসিল্যান্ড অফিসের ষ্টাফ ১জন, জাহাঙ্গীরপুরের ১জন, মোহনগঞ্জ উপজেলার ১জন। তার বাসা এফ রহমান রোডে।

শেরপুর জেলায় ৭ জনের মধ্যে সদরের ৩ জন, নালিতাবাড়ির ৩ জন ও নকলার ১ জন।

Share this post

scroll to top