ময়মনসিংহে আরও ১৮৪জনের করোনা শনাক্ত : মৃতের সংখ্যা বেড়ে ৮৮

ময়মনসিংহে আরও ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মৃতদের বাড়ি ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও গফরগাঁও উপজেলায়। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৮জনে দাঁড়ালো।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৮৪ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১১৬ জন  ও আরটিপিসিআর টেস্টে  ৬৮ জন রয়েছেন।

এদিকে গত শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১৩২জন, নান্দাইলে ১০জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ৪জন, ফুলপুরে ৩জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ৩জন,  ফুলবাড়িয়ায় ৩জন,  ত্রিশালে ১৪জন, ভালুকায় ২জন ও গফরগাঁওয়ে ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট  ৮৪৩৮জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৮৮ জন।

Share this post

scroll to top