ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

dcআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ময়মনসিংহ জেলায় সাক্ষরতা হার বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব দেন।

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ময়মনসিংহের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথিমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ময়মনসিংহের সহকাীর পরিচালক রাশেদা ইয়াসমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, গ্রামাউসের প্রধান নির্বাহী মোঃ আব্দুল খালেক প্রমূখ।

এছাড়াও জুমক্লাউডের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা সংশ্লিষ্টরা আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

Share this post

scroll to top