ময়মনসিংহে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে সার্কিট হাউজ লেডিস ক্লাবে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এসময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, এসএ নেওয়াজী, জয়িতা শিল্পী ও আল আমিন, কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১০টি জেলা দল অংশ গ্রহন করছে। অংশগ্রহনকারি দলগুলো হচ্ছে- ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি ও শরিয়তপুর এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী খেলায় জামালপুর জেলা দল ৫০-১৮ পয়েন্টে টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করে। আগামী ১৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top