ময়মনসিংহে আদিবাসী দিবস উপলক্ষে ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনআন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ১১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি ময়মনসিংহ শাখা।

শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিল্লোল নকরেক, মহাসচিব অরণ্য-ই-চিরান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহিলা পরিষদের জেলা সভাপতি মুনিরা বেগম অনু, আইনজীবি প্রদীপ কুমার মজুমদার, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের মহানগর সভাপতি দীনেশ দারু ও আদিবাসী উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ঝুমুর রেমা।

বক্তারা আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি ও মন্ত্রীত্ব প্রদান, কোটা সংরক্ষণ, হয়রানিমূলক বন মামলা প্রত্যাহারসহ অবিলম্বে ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এব্যাপারে রোববার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

Share this post

scroll to top