ময়মনসিংহে আদিবাসীদের সংগঠনের নির্বাচন বন্ধে মামলা

ময়মনসিংহে সমতলের আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আদালতে মামলা হয়েছে। গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনি উপায়ে তফসিল ঘোষণার অভিযোগ এনে আদালতে চারজনকে বিবাদী করে মামলাটি করা হয়।

রোববার ময়মনসিংহের হালুয়াঘাট জ্যেষ্ঠ সহকারী বিচারিক আদালতে দায়ের করা মামলাটিতে বিবাদী করা হয় ট্রাইবালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভদ্র ম্রং, প্রধান নির্বাচন কমিশনার আলবার্ট মানখিন, সচিব ধীরেশ চিরান, নির্বাচন কমিশনার ফাদার যোসেফ চিসিমকে।

আদালত মামলার শুনানি শেষে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না এবং নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেছেন। বাদী পক্ষের আইনজীবী মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top