ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে সাত দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

মঙাগলবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের যৌথ ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মেলা উপলক্ষে টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্ণেল এফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর সাহা, বিসিক এর এজিএম মিতালী তালুকদার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ খালেকুজ্জামান তালুকদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৬১টি স্টল রয়েছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top