ময়মনসিংহে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর ব্যাপারে সিদ্ধান্ত দিবে হাইকোর্ট

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর দেখভাল ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের বিষয়ে রিট করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট।
স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে রবিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জানান, রিট আকারে আসলে আদেশ দেয়া হবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা সড়কেই প্রসব হয়। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Share this post

scroll to top