ময়মনসিংহে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিদ্দিকুর রহমান রিজন (২৮) নামে আনন্দমোহন কলেজে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের আধাপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

নিহতের পরিবার জানায়, নিহত রিজন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কথাবার্তা খুবই কম বলতেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে তার খুঁজ পাওয়া যাচ্ছিল না। পরে একপর্যায়ে পরিবারের লোকজন রিজনের পড়ার ঘরের জানালা দিয়ে ফ‍্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে সিদ্দিকুর রহমান রিজন শুক্রবার  সকালে নিজের ফেসবুক টািইমলাইনে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো: হয়তো বা তোমার ব্যর্থতার মাঝে, লুকিয়ে আছে সাফল‍্যের বীজ। শোককে শক্তিতে রূপান্তরিত করো, একদিন তুমি পারবে জয় করতে। আজ যারা তোমাকে নিয়ে নিন্দা করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে কাল হাত তালি দিবে।

মুক্তাগাছা থানার এএসআই সোহেল জানান, মানসিক ভারসাম্যহীন ছিল রিজন। আর সে কারণেই সে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top