ময়মনসিংহের ২৫০০ প্রবাসীকে খুঁজে পাচ্ছে না প্রশাসন

Corona Mymensinghকরোনা আতঙ্কের মধ্যে বিভিন্ন দেশ থেকে ময়মনসিংহে নিজ নিজ বাড়িতে প্রায় ৩ হাজার প্রবাসী ফিরলেও এদের মাঝে মাত্র ৫০০ প্রবাসীর অবস্থান সনাক্ত করতে পেরেছে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ। বাকী ২৫০০ প্রবাসীর কোন হদিস পাচ্ছে না জেলা স্বাস্থ্য বিভাগ। অজানা প্রায় ২৫০০ প্রবাসী নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন ময়মনসিংহের প্রশাসন, স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিশ্বে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় দেশের পরিবারের মধ্যে উকণ্ঠা দেখা দিলে প্রবাসীরা নিজ দেশে ফিরে আসে। যাদওবা ময়মনসিংহে প্রবাসীর সংখ্যা খুবই কম।  কিন্তু প্রবাসীদের অনেকেই বাড়ি ফিরে আসলেও কোয়ারেন্টিনে থাকার ভয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করছে না।

তবে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আজ শুক্রবার পর্যন্ত জেলায় প্রায় ৩ হাজার প্রবাসী বাড়িতে এসেছেন। তাদের মাঝে ৫০০ জনকে সনাক্ত করা গেছে। অনেক প্রবাসীর ঠিকানাও ভুয়া। এতেও তারা সমস্যাতে আছেন। এদিকে সর্বশেষ তথ্যনুযায়ী জেলায় কোয়ারন্টিনে আছেন ৩০৯ জন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একে এম মশিউল আলম বলেন, তারা প্রতিটি প্রবাসীর সন্ধানে মাঠে আছেন। অনেক প্রবাসী ভুয়া তথ্য দেয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না।

Share this post

scroll to top