ময়মনসিংহের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩ নভেম্বর) সিআইডির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এ তথ্য জানান।

তিনি জানান, আল-আমিন ময়মনসিংহের ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে স্ত্রী-সন্তান নিয়ে প্রায় নয় বছর ধরে বসবাস করছিলেন। তিনি স্থানীয় আলম ব্রিকসে লরিচালক হিসেবে কাজ করতেন। স্ত্রীর অনুপস্থিতে প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও জানান, ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. নুরুল হক গৌরীপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করে। ঘটনাটি সিআইডির নজরে আসলে তারা ছায়া তদন্ত শুরু করে। পরে সিআইডির একটি চৌকস টিম রাজধানীর কলাবাগান থেকে মামলার আসামি আল-আমিনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Share this post

scroll to top