ময়মনসিংহের সেই নবজাতক শিশু ভাল নেই: নেয়া হয়েছে আইসিইউতে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া আলোচিত সেই শিশু পুরোপুরি সুস্থ নেই। হাতের হাড় ভেঙ্গে গেলেও নতুন করে শিশুটি জন্ডিসে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুটির চিকিৎসায় ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে ঘটনার তিনদিন পর ঘাতক ট্রাক ড্রাইভার রাজু আহমেদ শিপনকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

লাবিব হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, এ কয়েকদিন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল (সিবিএমসিবি) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে ছিল শিশুটি। কিন্তু সোমবার শিশুটির জন্ডিসের লক্ষণ দেখা দেওয়ায় চিকিৎসক ওই দিন রাতেই ফটোথেরাপি দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটি জন্ডিসে আক্রান্ত, হাড় ভাঙা ও রক্তস্বল্পতা রয়েছে। মেডিক্যাল বোর্ডের গাইডলাইন অনুযায়ী শিশুটির চিকিৎসা চলছে।

Share this post

scroll to top