ময়মনসিংহের সন্তোষপুর রাবার বাগানের সড়কে গাছ ফেলে ডাকাতিঃ আহত ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পর্যটন স্পট রাবার বাগানে সড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী বরযাত্রীসহ ৮/৯ গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের পিটুনীতে ৪ জন আহত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে ৩ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। আহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, নাওগাঁও ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এস আই মোক্তাদিরুল হাসান।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার (২৭ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে সন্তোষপুর বনের ৬ টি গাছ কেটে ১০/১২ জনের একদল ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে কেশরগঞ্জ- বাগান বাড়ী চৌরাস্তা সড়কের রাবার বাগানে সড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতি শুরু করে। এক বরযাত্রী গাড়ী, মাছ ব্যবসায়ীসহ অটো সিএনজি যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের মারপিটে আহত হন ৪ জন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

এলাকার ফজল মিয়া ও শের মামুদ জানান, লোকজনের ডাকচিৎকারে এলাকার লোকজন আসতে দেখে ডাকাতদল বনের ভিতর দিয়ে দক্ষিন দিকে চলে যায়। বরযাত্রীদের কাছ থেকে ডাকাতদল সাড়ে তিন ভরি স্বর্ন নিয়ে গেছে বলে তারা জানিয়েছেন।
গ্রাম পুলিশ বাবুল মিয়া জানান, ২ মাস আগে একই সড়কের রাবার বাগানের পশ্চিম পাশে এক কলা ব্যবসয়ারীর টাকা পয়সা লুট করেছিল ডাকাতদল।

স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজা জানান, বনের গাছ কেটে সড়ক ব্যারিকেট দিয়ে ৮ গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের সাথে যাত্রীদের ধস্তাধস্তিতে তাদের মুখোশ মানকি টুপি সড়কে পড়েছিল। ডাকাতরা গাড়ীও ভাংচুর করেছে।
এস আই মোক্তাদিরুল হাসান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this post

scroll to top