ময়মনসিংহের ল্যাবে নতুন ১৪৬ জনের করোনা পজেটিভ

Mymensingh-corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫২টি নমুনা পরীক্ষায় মোট ১৪৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের নতুন ১২৫ জন। ফলোআপে ১০ জন এবং গাজীপুর জেলার ৯ জন ও নীলফামারি জেলার ২ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১২৫ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮৪ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ৩৪ জন রয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ৭০ জন, হালুয়াঘাটে ৬ জন, ত্রিশালে ৩ জন, গফরগাঁওয়ে ৩ জন, ভালুকায় ১ জন ও ফুলপুরে ১ জন।

এছাড়া জামালপুর জেলার ৩৪ জনের মধ্যে সদরের ২৪ জন, ইসলামপুরের ৭ জন, মাদারগঞ্জের ২ জন ও বকশিগঞ্জের ১ জন। শেরপুর জেলায় ৭ জনের মধ্যে নালিতাবাড়ির ৬ জন ও শ্রীবর্দির ১ জন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,৪৮৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪০২জন, জামালপুর জেলায় ৪৯০ জন, নেত্রকোনা জেলায় ৩৮৩ জন এবং শেরপুর জেলায় ২১৬ জন। জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ৩ জন।

Share this post

scroll to top