ময়মনসিংহের নতুন এমপিওভুক্ত হলেন ১৩৫ শিক্ষক-কর্মচারী

education-ministry-শিক্ষা-মন্ত্রণালয়-বাংলাদেশময়মনসিংহ অঞ্চলে নতুন এমপিওভুক্ত হলেন আরো ১৩৫ শিক্ষক-কর্মচারী। ময়মনসিংহ অঞ্চলসহ সারাদেশে স্কুল-কলেজের আরো ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এরমধ্যে স্কুলের ৭৭১ জন এবং কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সোমবার এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, ৭৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ১১৫ জন, কুমিল্লার ২৬ জন, ঢাকার ১৩৫ জন, খুলনার ৯৫ জন, ময়মনসিংহের ১৩৫ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ১৫ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ১০ জন, খুলনার ৬৯ জন, ময়মনসিংহের ১৮ জন, রাজশাহীর ৬৯ জন, রংপুরের ৮২ জন, সিলেট অঞ্চলের ৩ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

Share this post

scroll to top