ময়মনসিংহের কৃতি সন্তান অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা আমির হোসেন সিরাজী। শুক্রবার দিবাগত রাতে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য দিয়েছেন।

ফেসবুকে জায়েদ খান লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

১৯৫১ সালের ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্ম নেওয়া আমির সিরাজীর বড় পর্দায় অভিষেক হয় মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’সিনেমায় মধ্য দিয়ে।

জনপ্রিয় এই খল অভিনেতা ৮০০ শর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই সঙ্গে কাঁপিয়েছেন টেলিভিশনের পর্দাও। দাপিয়ে বেড়িয়েছেন সারা দেশের যাত্রা ও মঞ্চনাটকে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন শিল্পকলা একাডেমীসহ নানা পুরস্কার।

Share this post

scroll to top