ময়মনসিংহের আরও ৩৩৩ জন বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেল (তালিকাসহ)

Freedom-Mymensinghতৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন রয়েছেন।  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত আট বিভাগের ৩৮৮ উপজেলার এ তালিকায় স্থান পেয়েছেন মোট ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধা।

সোমবার (৭ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় স্থান পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা।

এরপর দ্বিতীয় তালিকায় স্থান পান ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধা, এ তালিকা প্রকাশ করা হয় গত ৯ মে।

প্রকাশিত তৃতীয় চূড়ান্ত তালিকায় ঢাকা বিভাগের তিন হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের দুই হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের এক হাজার ১৮০ জন, খুলনা বিভাগের দুই হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের এক হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

ময়মনসিংহ বিভাগের নতুন ৩৩৩ জন মুক্তিযোদ্ধার তালিকা নিম্ন রূপ

37Mymensingh

Sherpur

Jamalpur

Netrokona

Share this post

scroll to top