ময়মনসিংহসহ দেশের ৮ বিভাগে ৪০তম বিসিএস আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু

ময়মনসিংহসহ দেশের ৮ বিভাগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গৃহীত ৪০তম বিসিএস’র আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। গত বছরের ৩ মে অনুষ্ঠিত ৪০তম বিসিএস’র প্রিলিমিনারি টেস্টে কমিশন কর্তৃক মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়।

শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এই পরীক্ষা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। সুষ্ঠু পরিবেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র : বাসস

Share this post

scroll to top