মোহামেডানের পরিচালক লোকমান রিমান্ডে

রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরিপাড়ার বাসা থেকে গ্রেফতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে শুক্রবার ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী এই আদেশ দেন।

বুধবার রাতে মণিপুরিপাড়ার বাসা থেকে লোকমানকে আটকের পর বাসায় অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে গ্রেফতার দেখিয়ে তেজগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব-২। এরপর বৃহস্পতিবার লোকমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন লোকমান হোসেন ভুঁইয়া। ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত রোববার মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে লোকমান দাবি করেন, রাজনৈতিক চাপের মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন।

Share this post

scroll to top