মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে সোমবার দিবাগত রাতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে এবং দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। এ তখ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল হান্নান মাদবর (৪৫) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কয়েকদিন ধরে করোনা উপসর্গে ভূগছিলেন।

এছাড়া সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমান শিকদার (৮০)। তাকেও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক দাফন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share this post

scroll to top