মুজিব আদর্শে গড়ে ওঠা রাহাত হলেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনি.যুগ্ম আহবায়ক

যে পরিবারের সদস্যদের রক্তে,হাড্ডি মজ্জায় মিশে আছে আওয়ামী লীগ সে পরিবারেই বেড়ে ওঠেছেন তাফসির আলম রাহাত।  তুখোর আওয়ামীপন্থী এ পরিবারটির হাত ধরেই ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ইতিহাস রচনা করেছে  এ পরিবারটি ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের মুক্তির কাফেলার সুদীর্ঘ সংগ্রাম, আন্দোলন, রক্ত ও আত্মদানের মধ্যে দিয়ে স্বাধিকারের নেতৃত্বদানকারী পরিবার হিসেবেই পরিচিতি লাভ করেছে।

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসির আলম রাহাতের পিতা এহতেশামুল আলম।  পাকিস্তান আমলে মোনায়েম খানের মুসলিম লীগের যখন ব্যাপক দাপট সেই সময়ে ময়মনসিংহ নগরীর কলেজ রোড-কাচিঝুলি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের গোড়াপত্তন করে কাচিঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন কমিটির সভাপতি হোন তাফসির আলম রাহাতের দাদা মরহুম আব্দুল খালেক ভূইয়া। ৭৫ পরবর্তী সময়ে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের হাল ধরে কলেজ ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন তাফসির আলম রাহাতের পিতা এহতেশামুল আলম।  ৯০ এর দশকে বিরোধীদলে থাকা অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তাফসির আলম রাহাতের চাচা তৎকালীন তুমুল জনপ্রিয় এবং আদর্শবান ছাত্রনেতা মরহুম সারোয়ারুল আলম নোমান। তাফসির আলম রাহাতের পিতা এহতেশামুল আলম বর্তমান ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহের আওয়ামী রাজনীতির পরীক্ষিত একজন সৈনিক। যার রয়েছে আন্দোলন সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। সেই যোগ্য পিতার যোগ্য সন্তান, পারিবারিক আওয়ামী ঐতিহ্যের সোনালী ইতিহাস থাকা তাফসির আলম রাহাতও মেধাবী এবং পরিশ্রমী। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাফসির আলম রাহাত ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় ময়মনসিংহ জিলা স্কুলে প্রতিষ্ঠা করেন English Language Club। স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতি সাথে জড়িত থেকে জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারি বিভাগে অধ্যয়নরত।  পিতা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্বেও সর্বদা হাস্যজ্বল, পরোপকারী এবং নিরহংকার একজন মানুষ তাফসির আলম রাহাত।

মেধাবী, শিক্ষিত, সুবক্তা এবং শৈশব কাল থেকে সাংগঠনিক কাজে নিয়োজিত থাকা একজন মেধাবী ছাত্রের হাতে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব অর্পন করলো বাংলাদেশ ছাত্রলীগ।

তাফসির আলম রাহাত জানান, ছাত্রলীগের শিকড় বাংলার পলি মাটির গভীরে প্রোথিত। বাংলা ও বাঙালির নাড়ির বন্ধনের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। ছোটবেলা থেকেই আওয়ামী পরিবারের কলতানের মধ্যেই বড় হয়েছি।  পরিবার থেকেই শিখেছি আওয়ামী লীগের রণধ্বনী ‘জয়বাংলা’।  আমার পরিবার সগৌরবে দাঁড়িয়ে আছে আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের জলন্ত সাক্ষী হয়ে।  আমিও ছোটবেলা থেকেই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বীজ অনর্তরে ধারণ করেছি।  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে ছাত্রলীগকে আরও বেগবান করার স্বপ্ন দেখতাম। আজ স্বপ্ন কিছুটা হলেও পূরণ হলো।  তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগীতা চেয়েছেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম নিজ সন্তানের উপর অর্পিত দায়িত্ব প্রসঙ্গে বলেন, রাহাত জন্ম থেকেই আওয়ামীলীগের কার্যক্রম দেখে আসছে।  বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভূমিপুত্র শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ছায়াতলে তাফসির আলম রাহাতকে নেতৃত্বের সুযোগ দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

Share this post

scroll to top