Connect with us

আজকের ময়মনসিংহ

মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও উন্নয়নে অবদান রাখায় ময়মনসিংহের ডিসি শ্রেষ্ঠ নির্বাচিত

Published

on

স্টাফ রিপোর্টার : মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং শিক্ষার উন্নয়নে অবদান রাখায় শিক্ষা নগরী ময়মনসিংহের জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় কবি কাজী নজর“ল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা ও সদরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভিন শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সেলিম আহমেদের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন নয়ন ও সহকারী জেলা শিক্ষা অফিসার তাহমিনা বেগম ও মোফাজ্জল হোসেন খানের উপস্থিতে মানসন্মত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৫জনকে নির্বাচিত করেন।
মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং শিক্ষার উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অন্যরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সতরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন,জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দিঘালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন আরা প্রধান শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়,সদরের আকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি (এস.এম.সি) কবি ইয়াজদানী কোরায়শী শ্রেষ্ঠ সভাপতি,জেলার গফরগাঁও উপজেলার মাইজ বাড়ির সন্তান আব্দুর রহমান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাংবাদিক শফিকুল কাদির শ্রেষ্ঠ বিদ্যোৎশাহী,জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার হরেন্দ্র গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার শ্রেষ্ঠ কাব শিক্ষক, গফরগাঁও উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাইজ উদ্দিন শ্রেষ্ঠ কর্মচারী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন নয়ন শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার,ঝড়ে পড়ার হার উলে­খ যোগ্য ভাবে কমাতে স¶ম হওয়ায় গ্যেরীপুরের আব্দুল শেখ মেমোরিয়াল পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদরের সেহড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাশিরা আলম মেধা শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ত্রিশাল উপজেলায় যোগদানের পর থেকে মানসন্মত প্রাথিমিক শিক্ষা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,ভাষা আন্দোলনে আত্ম উৎসর্গকারীদের শি¶ার্থীরা স্মরন করার জন্য তিনি ব্যাক্তি উদ্যোগে উপজেলার ১৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করলে চলতি বছরে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ মিনার উদ্বোধন করেছেন। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে মিড-ডে মিল চালু,শতভাগ কাব ড্রেস ও ক্ষুদে ডাক্তার ড্রেস,প্রতিটি বিদ্যালয় পরিস্কার পরিছন্ন রাখার জন্য একটি উন্নত মানের ডাস্টবিন বিতরন, বিদ্যালয়ে সততা স্টোর,মহানুভবতার দেয়াল ও পরিপার্টি কর্ণার নির্মাণ করেন। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ডিজিটাল ক্লাশ র“ম ও উপজেলার প্রতিটি বিদ্যালয়ে লিফলেট বিতরন করে সাড়া জাগিয়েছেন। প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে নূর মোহাম্মদ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে চাকুরীকালীন সময়েও বেশ কয়েকবার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিতসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ১৯৭৭ সালের ১৫ ফ্রেরুয়ারী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সন্মভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১৫জনের মাঝে নূর মোহাম্মদ ও শফিকুল কাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের ময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published

on

JKKNIU

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রবেশমুখে দৃষ্টি নন্দন ফটক তৈরির কাজ শুরু হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম কোণে প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এই ফটকের নির্মাণের ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করবে অন্যদিকে দৃষ্টিনন্দন ফটক দুইটি বিশ্ববিদ্যালয়ের আইডেনটিটি (পরিচয়ক) হিসেবেও সকলের মধ্যে পরিগণিত হবে বলে আশাবাদ সকলের।

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জীবনদানকারী প্রত্যেককে স্মরণ করেন।

ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছি। এই গতিধারাক্রমে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা পথ চলছি। সেই ধারাবাহিকতাতেই আজকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ফটকের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের দুটো ফটক হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা সকলেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সময় দিচ্ছি, মনোযোগ দিচ্ছি, কাজ করছি। বিশেষ করে আজকের ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যারা উপস্থিত তারা কিন্তু সৌভাগ্যবান। কেননা এধরনের কাজ প্রতিনিয়ত হয় না। তাই আমরা সব কাজে আপনাদের সহযোগিতা চাই।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Continue Reading

আজকের ময়মনসিংহ

বাঁধন বাকৃবি জোনের নতুন কমিটি গঠিত

Published

on

Badhon BAU

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের ২০২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষের শিক্ষার্থী সোয়েব মীম। সাধারণ সম্পাদক পদে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার ফেরদাউস রিফাত মনোনীত হয়েছেন।

১৬ মার্চ (শনিবার) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাঁধনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ওই নতুন কমিটি ঘোষণা করা হয়।

‘বাঁধন’ বাকৃবি জোনাল পরিষদের সাবেক সভাপতি মো. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মাহফুজা বেগম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় শতাধিক বাঁধন কর্মী।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শরীফ বিশ্বাস ও সৈয়দা তাহমিদা ইয়াসমিন, সহ- সাধারণ সম্পাদক অনুপম দাস, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান অংকন, সহ- সাংগঠনিক সম্পাদক আনিকা তাবাসসুম, কোষাধ্যক্ষ সোহেলী সাদিয়া, দপ্তর সম্পাদক ফারহান-উল-ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছা. আলভী সাবিয়া, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক আফ্রিদি হাসান। এড়াও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আছেন মো. শামীম গাজী এবং মো. মাফিদুল ইসলাম জয়।

Continue Reading

আজকের ময়মনসিংহ

বাকৃবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

BAU JOURNALIST IFTAR

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফি উল্লাহ ফুয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিউল করিম জীমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা এবং সাংবাদিক সমিতির সদস্যরা।

ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

ইফতার শেষ বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, এই রমজানে আমাদের ধৈর্য্যশীল হওয়া শিখতে হবে। সততার পথে চলতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্যকে ধারণ করে সৎ ও ন্যায়পরায়ণ নাগরিক হতে হবে।

Continue Reading

Trending