মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নজরুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমির। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, নজরুল ইসলাম মোহাম্মদপুরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম ছাড়াও দলটির সাবেক নেতা রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডলকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে।

Share this post

scroll to top