মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে লুৎফর হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরো আটজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফর একই এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গাছাবাড়িয়া এলাকার লাল মিয়া মাতব্বর ও ইদ্রিস চৌকিদারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এর জের ধরে আগেও হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। পুরনো শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে লাল মিয়ার লোকজন ইদ্রিসের পক্ষের লুৎফর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেন। সংঘর্ষের সময় প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

নিহত লুৎফর হাওলাদারের বোন নিলু বেগম জানান, সকালে হঠাৎ করেই তাদের বাড়িসহ আশপাশের বাড়িতে হামলা চালান লাল মিয়ার লোকজন। পরে তারা লুৎফরকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেন।

মাদারীপুরের পুলিশ সুপার মাহবুব হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাল মিয়ার বাড়ি পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top