মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করবে বাকৃবির নবনিযুক্ত প্রক্টর

BAU Journalistমাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রক্টর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক বিষয়ের আলোকপাত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহকারী প্রোক্টর ড. মো. শফিকুল ইসলাম (১), ড. মো. শফিকুল ইসলাম (২), ড. আফরিনা মুস্তারি, ড. মো. রিজওয়ানুল হক, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল বাশার মিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

Share this post

scroll to top