মাথা ব্যথা সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে মাথা ব্যথা সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে মোরশেদ মুক্তাদির (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতাতে নিজ কক্ষে তিনি আত্মহত্যা করেন। মোরশেদ একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

মৃত্যুর আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোরশেদ পোস্ট করেন ‘আজ আমার শেস দিন, এই দেশে’।

জানা যায়, মোরশেদ দাউদ সান্তাহার পৌর শহরের একটি ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন। নিয়মিত কাজে গেলেও শনিবার সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করায় কাজে যাননি তিনি। ওই দিন দুপুরের খাবার খেয়ে তিনি তার শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে বিকেলে তার মা ঘরের একটি ইটের ছিদ্র দিয়ে দেখতে পান তিনি ঝুলে রয়েছেন ফ্যানের সাথে। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তার লাশ নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের মা দেলোয়ারা বেওয়া জানান, ‘তাকে বেশ কিছু দিন যাবৎ বগুড়ায় মানসিক রোগের চিকিৎসা দেয়া হচ্ছিল।’

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, ‘পরিবারের আবেদনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Share this post

scroll to top