মাইকে আজান দেয়া ধর্মীয় রীতির অংশ নয়: ভারতে হাইকোর্টের রায়

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শীর্ষ আদালত রায় দিয়েছে যে আজান ইসলাম ধর্ম পালনের অঙ্গ হলেও মাইকে আজান দেওয়া ধর্মীয় রীতির অংশ নয়।

এর আগে উত্তর প্রদেশের সরকার যুক্তি দিয়েছিল যে মাইকে আজান দেওয়া হলে মসজিদে নামাজ পড়তে মানুষ ভীড় করতে পারেন এবং তাতে লকডাউনের বিধি ভঙ্গ করা হবে।বিশেষত দুটি জেলা – গাজিপুর আর ফারুখাবাদের স্থানীয় প্রশাসন এরকম বিধিনিষেধ আরোপ করছিল মৌখিকভাবে।

তার বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন গাজিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আফজল আনসারি।

তিনি আর্জি জানান যে আজান বন্ধ করে ধর্মীয় রীতি পালনের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।

আদালত সেই মামলার রায় দিয়ে বলেছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারেন।

নির্দেশে হাইকোর্ট এটাও বলেছে যে মসজিদে মুয়াজ্জিন যদি মাইক ব্যবহার না করে খালি গলায় আজান দেন এবং মসজিদে না এসে নামাজ পড়ার আহ্বান জানান, তাহলে কেন লকডাউন বিধি ভাঙ্গা হবে, তা আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ। বিবিসি।

Share this post

scroll to top